নিজস্ব প্রতিনিধিঃ চিপকে ভারতের দুরন্ত জয়ের পরেই আমেদাবাদে পিঙ্ক বল টেস্টের কাউন্টডাউন শুরু। আগামী সপ্তাহে ২৪ ফেব্রুয়ারি থেকে নবকলেবরে সেজে ওঠা সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, যা মোতেরা স্টেডিয়াম নামে পরিচিত, সেখানে হবে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। সংস্কারের পর নতুন মোতেরা স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের মর্যাদা পাচ্ছে। দর্শকসংখ্যা এক লক্ষ দশ হাজার। মেলবোর্নের থেকে ২০ হাজার আসন বেশি।
মোদী-শাহের শহরে পিঙ্ক বল টেস্ট দিয়েই নতুন মোতেরা স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। অমিত শাহের পুত্র জয় বিসিসিআই সচিব। টেস্ট আয়োজন নিয়ে তাঁর ব্যস্ততা এখন সবচেয়ে বেশি। করোনা মহামারী আসার ঠিক আগে এখানে ট্রাম্প-মোদীর সভা হলেও নরেন্দ্র মোদী-অমিত শাহের স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়িত হওয়ার পর নতুন মোতেরার বাইশ গজে আন্তর্জাতিক ক্রিকেটের বল গড়াচ্ছে কোহলি-রুট দ্বৈরথের মধ্যে দিয়েই। টেস্ট চলাকালীন ম্যাচ দেখতে আসার কথা গুজরাট ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি তথা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সঙ্গে থাকতে পারেন গুজরাট ক্রিকেটের আর এক প্রাক্তন সর্বময় কর্তা তথা বর্তমানে নরেন্দ্র মোদীর সেনাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এর মধ্যে ভারতের মাটিতে দ্বিতীয় দিন-রাতের টেস্ট নিয়ে উত্তেজনা বাড়িয়ে দিলেন স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে সৌরভ বললেন, মোতেরায় পিঙ্ক বল টেস্টের জন্য সব টিকিট নিঃশেষিত। সৌরভের কথায়, ‘জয় শাহ-র সঙ্গে আমার কথা হচ্ছে নিয়মিত। ও প্রচণ্ড আগ্রহ নিয়ে তাকিয়ে আছে মোতেরাকে কানায়-কানায় ভর্তি দেখার জন্য। ওখানে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আমি নিশ্চিত স্টেডিয়ামের একটাও আসন খালি থাকবে না। টেস্টের পর মোতেরায় দু’দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ আছে। সেখানেও মাঠ ভর্তি থাকবে।’
বোর্ড সভাপতি দারুণ খুশি, মহামারী কাটিয়ে দীর্ঘদিন পর দেশের মাঠে দর্শক ফেরায়। সৌরভ আরও একবার জোর দিলেন, গোলাপি বলে দিন-রাতের টেস্টের প্রয়োজনীয়তায়। বললেন, ‘টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাঁচিয়ে রাখতে দিন-রাতের টেস্ট প্রয়োজন। তবে প্রতি সিরিজে একটা করেই পিঙ্ক বল টেস্ট হওয়া উচিত। এর বেশি নয়।’