Home খেলাধুলাক্রিকেট সিডনিতে বর্ণবিদ্বেষী আক্রমণেও কেন মাঠ ছেড়ে যাননি, ফাঁস করলেন রাহানে

সিডনিতে বর্ণবিদ্বেষী আক্রমণেও কেন মাঠ ছেড়ে যাননি, ফাঁস করলেন রাহানে

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সিডনিতে বারবার বর্ণবিদ্বেষের সম্মুখীন হয়েছিল ভারত। বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ। এক সময় আম্পায়ারদের কাছে অভিযোগও করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

দেশে ফিরেই মহম্মদ সিরাজ জানিয়েছিলেন, আম্পায়াররা গোটা দলকে মাঠ ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু অজিঙ্ক রাহানেই সেদিন মাঠ ছেড়ে যেতে রাজি হননি।

কেন সেই কাজ করেছিলেন, তা খোলসা করলেন রাহানে। এদিন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সিডনিতে যা হয়েছিল তা খুবই দুঃখজনক। সিরাজ এবং বাকিদের সঙ্গে যা হয়েছিল, ঠিক হয়নি। আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। কিন্তু তা সত্ত্বেও আম্পায়ারদের জানিয়েছিলাম আমরা মাঠ ছেড়ে যেতে রাজি নই। কারণ, আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি।’

রাহানের সংযোজন, ‘ক্রিকেটারদের সম্মানের কথাটাও একইসঙ্গে মাথায় রেখেছিলাম। তাই আম্পায়ারদের বলেছিলাম, যারা খারাপ ভাষা ব্যবহার করেছে তাদেরই মাঠ ছাড়তে বলা হোক। আমরা এখানেই থাকব এবং খেলা শুরু করব। আসলে ছন্দটা কোনও ভাবেই হারাতে রাজি ছিলাম না। অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য ছিল।’

Related Articles

Leave a Comment