Home খেলাধুলাক্রিকেট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত

সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ভারত। গাব্বায় জিতে ভারতের জয়ের শতাংশ ৭১.৭%। ১৩ ম্যাচে ৯টি টেস্টে জয় পেয়েছে ভারত। তাদের পয়েন্ট ৪৩০। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।

ভারতের কাছে হারের ফলে অস্ট্রেলিয়া এখন ৩ নম্বরে। তাদের ফাইনালে যাওয়া বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতলেই ফাইনালে জায়গা কার্যত নিশ্চিত হয়ে যাবে। আসন্ন সিরিজে একটি ম্যাচে হারলে জিততে হবে ৩-১ ব্যবধানে। শেষ ৮ বছরে ঘরের মাঠে ৩৪টি টেস্ট খেলে মাত্র ১টি হেরেছে ভারত। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় খুব কঠিন নাও হতে পারে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ২ নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ৪২০ পয়েন্ট নিয়ে ভারতের ঠিক পরেই রয়েছে কিউইরা। ১১টি ম্যাচে ৭টি টেস্ট জয় তাদের। ভারতের সঙ্গে ফাইনালে যাওয়ার সম্ভবনা রয়েছে নিউজিল্যান্ডেরও।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ছাড়াও সুযোগ রয়েছে ইংল্যান্ডের কাছেও। তবে বেশ কঠিন হবে তাদের ফাইনালের পথ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের পর ভারতের বিরুদ্ধে ৩-০ জয় প্রয়োজন তাদের। ২-২ ফল হলে আবার ফাইনালের আশা কমবে রুটবাহিনীর।

Related Articles

Leave a Comment