Home খেলাধুলাফুটবল সুনীলদের সহজেই হারিয়ে প্লে-অফের আরও কাছে রয় কৃষ্ণা, মার্সেলিনহোরা

সুনীলদের সহজেই হারিয়ে প্লে-অফের আরও কাছে রয় কৃষ্ণা, মার্সেলিনহোরা

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগানের বিজয়রথ ছুটছে। কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি-র পর বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল আন্তোনিও লোপেজ হাবাসের দল। মঙ্গলবার রয় কৃষ্ণা ও মার্সেলিনহোর গোলে সুনীলদের হারিয়ে আইএসএলে প্লে-অফের টিকিট প্রায় কনফার্ম করে ফেলল এটিকে মোহনবাগান। গোয়ার মাঠে এদিন প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে সবুজ মেরুন ব্রিগেড। একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে বেঙ্গালুরু বক্সে। মাঝেমাঝে বেঙ্গালুরু আক্রমণে এলেও তাতে তেমন ঝাঁজ লক্ষ্য করা যায়নি। ৩৬ মিনিটে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। প্রতীক চৌধুরি রয় কৃষ্ণাকে বক্সের মধ্যে ফেলে দেওয়ায় রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দুবার ভাবেননি। নিশ্চিত পেনাল্টি। স্পট কিক থেকে গুরপ্রিতকে বোকা বানিয়ে গোল করে যান রয় কৃষ্ণা। এরপর মার্সেলিনহো ম্যাজিক।

প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিলীয় মার্সেলিনহোর অসাধারণ ফ্রিকিক থেকে ব্যবধান বাড়ায় হাবাসের দল। গুরপ্রিতের কিছু করার ছিল না। কার্ল ম্যাকহিউকে বক্সের বাইরে ফাউল করায় ফ্রিকিক পায় সবুজ মেরুন।

দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা করলেও সফল হননি এটিকে মোহনবাগান ফুটবলাররা। ব্যবধান কমানোর চেষ্টা করলেও সফল হননি সুনীলরা। তবে গোটা ম্যাচেই বেঙ্গালুরু ডিফেন্সকে খুবই সাধারণ দেখিয়েছে। খুব সহজেই বারবার আক্রমণ করে গেছেন মনবীর, রয় কৃষ্ণা, মার্সেলিনহোরা। ম্যাচের ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে সুনীলের জোরাল শট অসাধারণ দক্ষতায় সেভ করেন অরিন্দম ভট্টাচার্য।

এই ম্যাচে জয়ের ফলে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলল সবুজ মেরুন ব্রিগেড। ব্যবধান এখন মাত্র ১ পয়েন্টের। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষস্থানেই থাকল সার্জিও লোবেরোর দল।

Related Articles

Leave a Comment