নিজস্ব প্রতিনিধিঃ সোমবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লিগ টেবিলের দু’ নম্বরে থাকা এটিকে মোহনবাগান মুখোমুখি হচ্ছে এক নম্বরে থাকা মুম্বই সিটি এফসি। এই ম্যাচকে মুম্বইয়ের আক্রমণ ভাগের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ডিফেন্সের লড়াই বলে মনে করা হলেও এটিকে মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস তা মানতে রাজি নন।
তিনি বলেন, ‘যে কোনও ম্যাচে রক্ষণের পাশাপাশি আক্রমণকেও সমান গুরুত্ব দিতে হয়। তাই এমন ভাবার কোনও কারণ নেই।’
আগের ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে দুই গোলে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এই জয় মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে, এমনটাই মনে করেন এটিকে মোহনবাগান কোচ।
সোমবার দুই স্প্যানিশ কোচের মগজের লড়াই হলেও হাবাস মনে করেন, ‘যে কোনও ম্যাচে ফুটবলাররাই আসল। বিরতির সময় কোচরা নির্দেশ দিলেও ম্যাচ শুরু হয়ে গেলে তাদের বিশেষ ভূমিকা থাকে।