নিজস্ব প্রতিনিধিঃ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সোয়াপ চুক্তি বাতিল করতে চলেছে এটিকে মোহনবাগান। মণিপুরী উইঙ্গার নংডোম্বা নাওরেমকে কেরালা ব্লাস্টার্স থেকে নিয়ে আই লিগজয়ী বাঙালি স্ট্রাইকার শুভ ঘোষকে কিবু ভিকুনার দলকে দিয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু মেডিক্যাল টেস্টে এসিএল চোট ধরা পড়ায় নাওরেমকে পাচ্ছে না হাবাসের দল।
এই ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত মোহনবাগান ম্যানেজমেন্ট সোয়াপ চুক্তি বাতিল করার পথে। মাইকেল সুসাইরাজের পরিবর্তে নাওরেমকে নিয়েছিল সবুজ মেরুন।
এখন চোটের জন্য নাওরেম হাতছাড়া হওয়ায় সোয়াপ চুক্তি বাতিল করে শুভ ঘোষকে ফিরিয়ে নিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
তবে সোয়াপ চুক্তি বাতিল করার কাজটা বেশ কঠিন হবে। কারণ, শুভ ঘোষ ইতিমধ্যেই কেরালা ব্লাস্টার্সের হয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন। তাই তাঁর এটিকে মোহনবাগানে ফেরা সহজ হবে না। এখন দেখার জল কোন দিকে গড়ায়।