নিজস্ব প্রতিনিধিঃ শেষ পর্যন্ত ব্র্যাড ইনমানকে রিলিজ করেই দিচ্ছে এটিকে মোহনবাগান। অস্ট্রেলীয় মিডফিল্ডারের বদলি হতে চলেছেন ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে অন্যতম সেরা বিদেশি ফুটবলার ব্রাজিলীয় উইঙ্গার তথা স্ট্রাইকার মার্সেলিনহো। ব্র্যাড ইনমানের পারফরম্যান্সে খুশি নন কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। তাঁর পরিকল্পনায় খাপ খাচ্ছেন না অজি মিডিও। তাই ইনমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। সোয়্যাপ ডিলের মাধ্যমে এটিকে মোহনবাগানে আসছেন ব্রাজিলিয়ান মার্সেলিনহো। বদলে ওড়িশা এফসি-তে যাচ্ছেন ইনমান। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্রে খবর, সোয়াপ চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। যদিও এই নিয়ে দলের তরফ থেকে সরকারি ঘোষণা হয়নি।
শোনা যাচ্ছে, চলতি মরশুমের শেষ পর্যন্ত অর্থাৎ এএফসি কাপ পর্যন্ত এটিকে মোহনবাগানের হয়েই খেলবেন মার্সেলিনহো। স্ট্রাইকার, উইঙ্গারের পাশাপাশি মিডফিল্ডার হিসেবেও খেলেন ব্রাজিলীয় তারকা।
হাঁটুর পুরনো চোটে জর্জরিত দলের মিডফিল্ড জেনারেল এডু গার্সিয়া। আগামী তিনটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ইনমানকে খেলানো যাচ্ছে না। তাই দ্রুত মার্সেলিনহোকে সই করিয়ে নেওয়া হচ্ছে। যদিও চলতি মরশুমে ৩৩ বছরের মার্সেলিনহোর ফর্ম মোটেই আশানুরূপ নয়।
২০১৬ সালের আইএসএলে দিল্লি ডায়নামোসের হয়ে ‘গোল্ডেন বুট’ জয়ী ব্রাজিলিয়ান কিন্তু মোটেই ছন্দে নেই। চলতি মরশুমে ওড়িশার হয়ে মাত্র ৮টি ম্যাচ খেলেছেন। গোল করতে পারেননি। মাত্র ৩০৭ মিনিট খেলেছেন। গত মরশুমে শেষ স্থানে থাকা হায়দরাবাদ এফসি-র হয়ে ১৭টি ম্যাচে ৭ গোল করেছিলেন মার্সেলিনহো। খেলেছেন এফসি পুনে সিটির হয়েও।