নিজস্ব প্রতিনিধিঃ শুধু ক্রিকেটমহল বা ক্রিকেটপ্রেমীরাই নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় গোটা দেশের বিভিন্ন স্তরের মানুষ। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ককে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। হাসপাতাল থেকে বেরিয়ে দুজনেই জানিয়েছেন, দেখে মনে হয়েছে সৌরভ সঙ্কটমুক্ত। আইসিসিইউ-তে উপস্থিত সৌরভের স্ত্রী ডোনা এবং কন্যা সানার সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সৌরভ ভাল আছে। চা-বিস্কুট খেয়েছে। হাসছে। উল্টে যাঁরা তাঁকে দেখতে যাচ্ছেন, তাঁদের প্রশ্ন করছে, ‘কেমন আছেন?’
শনিবার সন্ধ্যায় সৌরভকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘চিকিৎসকেরা ভাল ব্যবস্থা নিয়েছেন। সৌরভের এই ঘটনাটা না ঘটলে তো জানতেই পারতাম না। ভাবতেই পারছি না, এইটুকু বাচ্চা ছেলে। ওর এইরকম হবে!’ মমতা এরপর বলেন, ‘ঘরে ঢোকার পর সৌরভই বরং আমাকে প্রশ্ন করেছে আপনি কেমন আছেন?’
হাসপাতালে সৌরভকে দেখে বেরিয়ে বাংলার মন্ত্রী ফিরহাদ ওরফে ববি হাকিম জানান, ‘সৌরভ আমাকে অনুযোগ করে বলল, কেন কষ্ট করে এতদূর আসতে গেলেন।’ আর রাজ্যপাল জানিয়েছেন, ‘‘দাদাকে হাসতে দেখে ওর কোটি কোটি ভক্তের মতো আমারও দুশ্চিন্তা দূর হয়েছে। ওর ঘরে ঢোকার আগে খুব চিন্তায় ছিলাম।’
সৌরভের চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ডা: সরোজ মণ্ডলের নেতৃত্বে বিসিসিআই প্রেসিডেন্টের চিকিৎসা চলছে।