Home খেলাধুলাক্রিকেট স্মিথকে ছেঁটে ফেলল রাজস্থান, অধিনায়ক সঞ্জু

স্মিথকে ছেঁটে ফেলল রাজস্থান, অধিনায়ক সঞ্জু

by Kolkata Today

জয়পুর, ২০ জানুয়ারি: সিডনি টেস্টে জুতোর স্পাইক দিয়ে ঋষভ পন্তের ব্যাটিং গার্ড মুছে দিয়ে সমালোচিত হয়েছিলেন স্মিথ৷ তারপরই অজি তারকা ক্রিকেটারকে রিলিজ করার কথা সামনে এসেছিল৷ রাজস্থান ফ্র্যাঞ্চাইজি সুত্রে এমনটাই জানা গিয়েছিল৷ বাইশ গজে অজি ক্রিকেটারদের স্লেজিং বিশ্ববন্দিত৷ কিন্তু তা বলে ব্যাটসম্যানকে আউট করার জন্য নক্কারজনক স্ট্র্যাটেজি নিতে হবে৷ সিডনিতে পন্তকে আউট করতে স্মিথ যা করলেন, তা কুৎসিত বললেও কম বলা হবে৷ ভিডিও-তে পরিষ্কার দেখা গিয়েছিল, জুতোর স্পাইক দিয়ে পন্তের ব্যাটিং গার্ড মুছে দিচ্ছেন স্মিথ৷

বুধবারই স্মিথকে ছেঁটে ফেলল রয়্যালস টিম ম্যানেজমেন্ট৷ একই সঙ্গে নতুন অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করল রাজস্থান৷ রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফে এদিন জানানো হয়েছে, ২০২১-এ আইপিএলের চতুর্দশ সংস্করণের জন্য ১৭জন প্লেয়ার ধরে রেখেছে৷ আর ৮ জন ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে৷ ২০২১ আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবে সঞ্জু স্যামসন৷’

দু’ বছর রাইজিং পুনে সুপারজায়েন্টে খেলার পর রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন স্মিথ৷ কিন্তু শেষ দু’ বছর অজি তারকা ব্যাটসম্যানের পারফরম্যান্স ভাল নয়৷ গত আইপিএলে স্মিথের নেতৃত্বে অষ্টম স্থানে শেষ করে রাজস্থান রয়্যালস৷ স্মিথকে ছেড়ে দিলেও তিন ইংল্যান্ড ক্রিকেটার বেন স্টোকস, জোস বাটলার ও জোফরা আর্চারকে ধরে রেখেছে রয়্যালস। এছাড়াও ডেভিড মিলার ও অ্যান্ড্রু টাইকেও রিটেইন করেছে রয়্যালস ম্যানেজমেন্ট।

রাজস্থান রয়্যালসের প্রধান মালিক মনোজ বাদালে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘২০২১ আইপিএলের জন্য কোর প্লেয়ারদের ধরে রাখতে পেরে আমরা খুশি৷ আমাদের প্রতিশ্রুতিবান প্লেয়ারের গ্রুপ রয়েছে৷ আশা করি এবার আমরা ব্যলান্সড দল গড়তে পারব৷’ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারাকে ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন হিসেবে নিযোগ করেছে রাজস্থান রয়্যালস৷

Related Articles

Leave a Comment