আমেদাবাদ, ২৫ ফেব্রুয়ারি: আরও একটি মাইলফলক রবিচন্দ্রন অশ্বিনের। টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন টিম ইন্ডিয়ার তারকা অফ স্পিনার। শুধু তাই নয়, ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছতে অশ্বিনের লাগল ৭৭টি টেস্ট। তাঁর আগে আছেন শুধু অনিল কুম্বলে, কপিল দেব ও হরভজন সিং।
মোতেরায় দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে ৩৯৭ উইকেটে ছিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস, অলি পোপ এবং জোফ্রা আর্চারের উইকেট নিয়ে ৪০০-র মাইলফলকে পৌঁছন কোহলির দলের পয়লা নম্বর স্পিনার। ভারতীয়দের মধ্যে ৪০০-র বেশি টেস্ট উইকেট আছে অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিংহর (৪১৭)।
দ্রুততম বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে মুথাইয়া মুরলীধরনের। তিনি ৭২টি ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছিলেন।
টেস্টে ৪০০ উইকেট ছাড়াও একদিনের ক্রিকেটে ১৫০টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৫২টি উইকেট রয়েছে অশ্বিনের।