Home খেলাধুলাক্রিকেট ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করে সৌরভ বললেন, চিরস্মরণীয় জয়

৫ কোটি টাকা বোনাস ঘোষণা করে সৌরভ বললেন, চিরস্মরণীয় জয়

by Kolkata Today

ব্রিসবেন, ১৯ জানুয়ারি: এভাবেও ফিরে আসা যায়। এভাবেও ইতিহাস লেখা যায়! গাব্বায় ৩২৮ রান তাড়া করে ভারত টেস্ট ম্যাচ জিতবে, এমনটা ভাবেননি টিম ইন্ডিয়ার অতি বড় সমর্থকও৷ কিন্তু মঙ্গলবার সেটাই করে দেখালেন ভারতের তরুণ তুর্কিরা। ব্রিসবেনের গাব্বা অস্ট্রেলীয়দের দুর্গ। যেখানে ৩২ বছর হারেনি অজিরা। সেই দুর্গ ভেঙেই ইতিহাস রচনা করল ভারত৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে টানা দু’বার টেস্ট সিরিজ জয়ের নজির৷ গাব্বায় ভারতের তরুণবিগ্রেডের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত সবাই৷ অজিঙ্ক রাহানেদের এই জয়ে উচ্ছ্বসিত সচিন থেকে সৌরভ, মোদী থেকে ভিভ৷ অ্যাডিলেড ওভালে ৩৬ রানে অল-আউটের লজ্জা মাথায় নিয়ে মেলবোর্নে ঘুরে দাঁড়ানো। সিডনিতে দুর্দান্ত লড়াই করে টেস্ট ড্র এবং ব্রিসবেনে অজিদের নাস্তানাবুদ করে জয়৷ ভারতের এই একই সঙ্গে একগুচ্ছ নজির গড়ল৷ চোটের কারণে দলের প্রথম সারির পাঁচ থেকে ছ’জন ক্রিকেটারকে ছাড়ায় গাব্বায় খেলতে নেমেছিল ভারত৷ ১১ জন ফিট প্লেয়ারকে মাঠে নামানো ছিল টিম ম্যানেজমেন্টের কাছে চ্যালেঞ্জ। শুধু ড্রেসিংরুমেই নয়, মাঠেও চ্যালেঞ্জ জিতল ভারতের তরুণবিগ্রেড।

ভারতীয় ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়েছিল ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে৷ আর বোর্ড প্রেসিডেন্ট সৌরভের আমলে অস্ট্রেলিয়ায় ইতিহাস রচন করলেন রাহানেরা। গাব্বায় ভারতের অবিশ্বাস্য জয়ে উচ্ছ্বসিত সৌরভ রাহানেদের অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন, ‘অনবদ্য জয়। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দলের প্রত্যেকে দারুণ ক্রিকেট খেলেছে৷ দলের জন্য বোর্ডের তরফে ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করা হল৷ যদিও এই জয়ের তাৎপর্য কোনও সংখ্যা দিয়ে বোঝা যাবে না।’

ভারতের জয় উচ্ছ্বসিত ‘কিং অফ ক্রিকেট’ স্যর ভিভিয়ান রিচার্ডস। ব্রিসবেনে ভারতের জয়ের পর টুইটারে ভিভ লেখেন, ‘শুধু খেলার জন্য নয়, টেস্ট ক্রিকেটকে ভালোবেসে খেলো৷ দুর্দান্ত ম্যাচ। জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন৷ আর অস্ট্রেলিয়াকে অভিনন্দন এমন সিরিজ উপহার দেওয়ার জন্য।’ গাব্বায় গিল ও পন্তের ব্যাটে অজি বধের পর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর টুইটারে লেখেন, ‘সিরিজে প্রতিটা সেশন নতুন হিরোর জন্ম দিয়েছে। যতবার মার খেয়েছে ততবার ঘুরে দাঁড়িয়েছে দল। দুর্দান্ত সিরিজ জয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের এই জয়ে টুইটারে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটারদের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। অসাধারণ শক্তি ও আবেগ দিয়ে পুরো সিরিজে লড়াই করেছে৷ দুর্দান্ত সংকল্প দেখিয়েছে৷ দলকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা৷’ রাহানেদের জয়ে গুগলের সিইও সুন্দর পিচাই ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন৷ টুইটারে তিনি লেখেন, ‘অনেক কঠিন বাধা পেরিয়ে আমরা সিরিজ জিতেছি। সর্বকালের অন্যতম সেরা টেস্ট সিরিজ জয়।’

Related Articles

Leave a Comment