noকলকাতা টুডে ব্যুরো:তীব্র ঘূর্ণিঝড় অশনি এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে 300 কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে। এটি অগ্রসর হবে উত্তর-পশ্চিম দিকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমন্টাই জানালেন আলিপুর হাওয়া অফিসের আধিকারিক। তিনি বলেন, মঙ্গলবার রাতে অন্ধ্র প্রদেশ উপকূলে গিয়ে পৌঁছবে ,তারপর ধীরে বাঁক নিয়ে এগোতে থাকবে। 24 ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে তীব্র ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পরবর্তী ক্ষেত্রে আরও একটু দুর্বল হবে ।”
তিনি জানালেন ,”এই সিস্টেম থেকে পশ্চিমবঙ্গের উপকূলের কোন রকম বিপদের সম্ভাবনা নেই। কোনরকম ঝড়-জলোচ্ছ্বাস কোন সম্ভাবনা আমাদের রাজ্যের উপকূলে নেই ।শুধুমাত্র বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উপকূলে জেলাগুলিতে শুধু পূর্ব মেদিনীপুর এবং 2 24 পরগনায় কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বাদবাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে।”
মৎস্যজীবীদের বারণ করা হয়েছে সমুদ্র যেতে আগামী 13 তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হলো মাছ ধরতে।12 তারিখ থেকে উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিংপং এ ভারী বৃষ্টির সম্ভাবনা।