কলকাতা টুডে ব্যুরো:বিপ্লবের ইস্তফা নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃতীয়বার বাংলা জয়ের পর ত্রিপুরার রাজনৈতিক মহলে মাটি শক্ত করতে গত বছর থেকেই কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির।
কুণালের মন্তব্য, “যে কিছুই করতে পারে না সে আম-আদমিকে কী বলবে। আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপরায় তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করবে। তিন মাসের চেষ্টায় আমরা সেখানে ২০ থেকে ২৬ শতাংশ ভোট নিজেদের দখলে রাখতে পেরেছি। তাই, এই বিজেপি আর চলবে না।
” তিনি আরও বলেন,”২০২৩ সালে গোটা রাজ্য থেকেই বিদায় নেমে বিপ্লবের দল। নিজেদের মধ্যে ঝগড়া করেই শেষ হবে পদ্ম শিবির। এটা এখন সাধারণ মানুষও বুঝে গিয়েছে। আদি বিজেপি, তৎকাল বিজেপি আর পরিযায়ী বিজেপির যে অভ্যন্তরীণ গন্ডগোল তা আবার নতুন করে সামনে এসে গেল। যারা নিজেদের গন্ডগোল সামলাতে পারে না, তারা সরকার কীভাবে চালাবে।”