কলকাতা টুডে ব্যুরো:ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
রাজভবনে ইস্তফা দিয়ে লালুপ্রসাদ যাদবের বাড়িতে গেলেন নীতীশ কুমার। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন তিনি।
রাজভবনে ইস্তফা দিয়ে বেরিয়ে নীতীশ কুমার বললেন, ‘‘দলের সব সাংসদ এবং বিধায়করা এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত।’’
জল্পনা সত্যি করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়ে দিলেন, বিজেপির সঙ্গ ছাড়ছেন তিনি। তার পরেই রওনা হলেন রাবড়ি দেবীর বাড়ির উদ্দেশে। সেখানেই আরজেডির সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত কথাবার্তা হচ্ছে বলে খবর।