Home সংবাদসিটি টকস খাস কলকাতায় উদ্ধার তাজা বোমা

খাস কলকাতায় উদ্ধার তাজা বোমা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:খাস কলকাতায় উদ্ধার তাজা বোমা। পুলিশ হেফাজতে থাকা এক দুষ্কৃতীকে জেরা করেই মিলল বোমার সন্ধান। তড়িঘড়ি ঘটনাস্থলে হানা দিয়ে ১১টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। তিলজলার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হল এই বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ পুলিশের।

 

বেনিয়াপুকুর থানা সূত্রে জানা গিয়েছে, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে কয়েকদিন আগে শেখ তনু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিলেন আধিকারিকরা। তাকে জেরা করে জানা যায় ৫ নম্বর তিলজলা রোডে বস্তিতে ফলের পেটির ভিতরে রাখা আছে বোমাগুলি। খবর পেয়েই সেখানে হানা দেন পুলিশ আধিকারিকরা। সেখানে ফলের পেটিতে বালির মধ্যে সাজানো ছিল ১১টি বোমা। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করতে নিয়ে গিয়েছে পুলিশ।

আরও পড়ুন: গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত ২৬৮৫ জন

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলেও খাস কলকাতায় বোমা উদ্ধার হয়। অটোর ভিতর থেকে সেবার ১৯টি তাজা বোমা উদ্ধার করা হয়। হরিদেবপুরে এলাকার ৪১ পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটোর ভিতরে রাখা ছিল বোমাগুলি। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র এবং বুলেট। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Comment