Home রাজনৈতিক পাহাড়ের রাস্তায় হেঁটে বাচ্চাদের হাতে চকলেট তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পাহাড়ের রাস্তায় হেঁটে বাচ্চাদের হাতে চকলেট তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:কখনও মোমো বানিয়ে, কখনও ফুচকা বানিয়ে অথবা পাহাড়ের রাস্তায় গান কিংবা শিশুদের আদর। পাহাড়ে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি বারবার ধরা পড়েছে।

এবারও তার ব্যাতিক্রম হয়নি। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখা গেল কচিকাঁচাদের সঙ্গে সময় কাটাতে। তাদেরকে আদর করে তাদের হাতে চকলেটও তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হাত থেকে চকলেট হয়ে কচিকাঁচারাও খুবই খুশি।

 

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই পাহাড়ে ঝটিকা সফরে রাজ্যপাল

 

এদিন রাস্তায় হেঁটে এলাকার ব্যবসায়ীদের সঙ্গে মুখোমুখি হয়ে কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাদের সুবিধে অসুবিধার কথা মন দিয়ে শোনেন তিনি।

Related Articles

Leave a Comment