কলকাতা টুডে ব্যুরো:বুধবার পাহাড়ে হাজির হচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জিটিএ নির্বাচনের পর শপথ হয়ে গিয়েছে। এখন পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাই বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যেতেও পারে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলে অনুমান করা হচ্ছে।
চেয়ারম্যান পদে এখনও শপথ নেওয়া বাকি অনীত থাপার। তাছাড়া বিনয় তামাং সহকারী চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন কি না, তা নিয়েও জল্পনা চলছে। এমতাবস্থায় রাজভবনে অনীত থাপাকে শপথগ্রহণ করাতেই পাহাড়ে আসছেন রাজ্যপাল। যদিও শোনা যাচ্ছে, বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে থাকার সম্ভাবনা কম মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুনঃ বিনয় মিশ্রকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে ব্যবস্থা ইডি-র
দার্জিলিংয়ের ম্যালে জিটিএ’র নবনির্বাচিত ৪৫ জন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানে পাহাড়কে নিয়ে তাঁর আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।