কলকাতা টুডে ব্যুরো: পিতৃপক্ষে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের জেরেই রাজ্যে ঘটছে একের পর এক খারাপ ঘটনা।বুধবার জলপাইগুড়ির মালবাজারে বিসর্জনের সময় হড়পা বানের প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেলে মহিষাদলে এক সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘জোর করে পুজো উদ্বোধন করেছেন উনি।’
এদিন শুভেন্দু বলেন, ‘ষাট মিনিটে কেউ যদি ২৫০ প্যান্ডেল উদ্বোধন করতে যায়, একটা প্যান্ডেল তো ১৫ সেকেন্ডের কম সময়ে উদ্বোধন হয়ে যাবে। জোর করে প্যান্ডেলের উদ্বোধন করেছেন উনি। নন্দীগ্রামের গোকুলনগরে ঠাকুরের চক্ষুদান হয়নি, উনি উদ্বোধন করে দিয়েছেন’।
শুভেন্দুর দাবি, ‘সনাতন সংস্কৃতি হল হাজার হাজার বছরের পুরনো একটা প্রাচীন বিজ্ঞান। রাজ্যের প্রশাসনিক কত্রী যদি পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করেন, তার ফল হচ্ছে। কোথাও প্যান্ডেল উড়ে পড়ে যাচ্ছে। এই সব খারাপ ঘটনা ঘটছে’।