ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে ইডির সমন। আর কিছুক্ষণের মধ্যেই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা রাহুল গান্ধীর। আর তার জেকে সকাল থেকেই বিক্ষোভ কংগ্রেসের। বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি।
ইতিমধ্যেই কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে। ওদিকে কংগ্রেস অফিসের গেটের সামনে আধাসেনা মোতায়েন করে দেওয়া হয়েছে। ফলে কংগ্রেস নেতারা কার্যত কংগ্রেস অফিসের মধ্যে অবরুদ্ধ। দেশজুড়েও প্রতিবাদ। প্রতিবাদে সামিল কংগ্রেস নেতা-নেতৃত্ব ও কর্মীরা।
ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)-র দফতরে জিজ্ঞাসাবাদের জন্য গেলেন রাহুল গান্ধী। কংগ্রেসের সদর দফতর থেকে পায়ে হেঁটে ইডির দফতরে গেলেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেসের নেতা-সমর্থকদের ইডি অফিস পর্যন্ত মিছিল করে যাওয়ার দাবি ছিল। কিন্তু সেই অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এ দিন রাহুল গান্ধীর ইডি অফিসে যাওয়ার আগে আকবর রোডে কংগ্রেস অফিসের সামনে জড়ো হয়েছিলেন দলের বেশ কিছু নেতা-কর্মী। তাঁদের তুলে নিয়ে যায় পুলিশ।
সমস্যা এড়াতে আকবর রোডে কংগ্রেসের (Congress) সদর দফতর থেকে ইডি অফিস পর্যন্ত রাস্তা সিল করে দিয়েছে পুলিশ। এতটাই কড়াকড়ি করা হয়েছে যে যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদেরও। ওই এলাকায় জারি করা হয়েছে চারস্তরীয় নিরাপত্তা। তারফলে প্রবল যানজট তৈরি হয় ওই এলাকায়। এদিন রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে যাওয়ার কথা হচ্ছে প্রিয়ঙ্কারও। ইতিমধ্যেই রাহুলের বাসভবনে পৌঁছেও গিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। সোমবার সকাল ১০টা ৪০ নাগাদ বাড়ি থেকে বেরোন রাহুল। এই ইস্যুতে আজ রাস্তায় নামেন অধীর চৌধুরী, অশোক গহলৌতরা।
আরো পড়ুন : রাজ্যে বাড়ানো হল গরমের ছুটি
ন্যাশনাল হেরাল্ড মামলায় দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মনোভাবের পরিচয় দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেছে কংগ্রেস। রাহুল গান্ধীকে ইডি’র তলবের প্রতিবাদে আজ দেশজুড়ে ইডি-র ২৫টি দফতরের সামনে কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। ইতিমধ্য়েই উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে বিক্ষোভ দেখানো হচ্ছে কংগ্রেসের তরফে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে রাহুল গান্ধীকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি তখন বিদেশে থাকায় ইডি দিন পরিবর্তন করে।