কলকাতা টুডে ব্যুরো:করোনা-হানায় এবার কলকাতা মেডিক্যাল কলেজে বাতিল পরীক্ষা। খাতা-প্রশ্নপত্র নিয়ে পরীক্ষকরা হাজির থাকলেও এদিন পরীক্ষা দিতে আসেননি মেডিক্যাল পড়ুয়ারা।
আধঘণ্টা অপেক্ষার পর সোমবারের মতো পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। পরীক্ষা পিছোনো অথবা অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন মেডিক্যাল পড়ুয়ারা।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা যশোবন্তের, সঙ্গী রাহুল-শরদ-অভিষেক- অখিলেশ
কলকাতা মেডিক্যাল কলেজে এই মুহূর্তে ১৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত। কাল MBBS-এর তৃতীয় সিমেস্টারের পরীক্ষা রয়েছে। কলেজ কর্তৃপক্ষ করোনা আক্রান্তদের আলাদা ঘরে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে।বাকিদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি মিলবে।