Home খেলাধুলাফুটবল BEL vs CAN Match Report: জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বেলজিয়ামের

BEL vs CAN Match Report: জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বেলজিয়ামের

শুরুর ধাক্কা কাটিয়ে জয় দিয়ে Qatar World Cup 2022 অভিযান শুরু করল বেলজিয়াম। চোটের জন্য প্রথম দু-ম্য়াচে পাওয়া যাবে না রোমেলু লুকাকুকে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শুরুর ধাক্কা কাটিয়ে জয় দিয়ে Qatar World Cup 2022 অভিযান শুরু করল বেলজিয়াম। চোটের জন্য প্রথম দু-ম্য়াচে পাওয়া যাবে না রোমেলু লুকাকুকে। Belgium টিমে ম্যাচ উইনারের অভাব নেই। যদিও শুরুতেই হোঁচট খেয়েছিল বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছিল রবার্তো মার্টিনেজের বেলজিয়াম। অন্য দিকে, দীর্ঘ ৩৬ বছর পর দ্বিতীয় বার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে কানাডা। আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডা। কাতারে প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখার সুযোগ ছিল তাদের কাছে। কানাডা হারলেও নজির গড়লেন অধিনায়ক আতিবা হাচিনসন। এ বারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে খেললেন তিনি। হাচিনসনের বয়স ৩৯ বছর।

ম্যাচের মাত্র ১০ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল কানাডা। কারাস্কোর হ্যান্ডবলে পেনাল্টি পায় কানাডা। সেখানেই ইতিহাস তৈরি হয়। বায়ার্ন মিউনিখে খেলা কানাডার ফুটবলার আলফান্সো ডেভিসের স্পট কিক বাঁচিয়ে দেন বেলজিয়ান ওয়াল থিবো কুর্তোয়া। কানাডার হয়ে এটিই প্রথম পেনাল্টি মিস। তেমনই ক্লাব ফুটবলে প্রচুর পেনাল্টি বাঁচালেও বিশ্বকাপের মঞ্চে এই প্রথম পেনাল্টি সেভ কুর্তোয়ার। জমি ঘেসা শটে কুর্তোয়াকে পরাস্থ করতে চেয়েছিলেন আলফান্সো। যদিও সঠিক সময়ে ডান দিকে শুয়ে বাঁচিয়ে দেন কুর্তোয়া। ক্লাব ফুটবলের এক ঝাঁক তারকা সম্পন্ন বেলজিয়াম সে যাত্রায় রক্ষা পায়। কুর্তোয়ার পেনাল্টি সেভ এবং শেষ মুহূর্তে বাতসুয়াইয়ের গোলে এগিয়ে বিরতিতে যায় বেলজিয়াম।

কেভিন ডি ব্রুইন, হ্যাজার্ডরা গত বিশ্বকাপে ব্রাজিলকে ছিটকে দিয়েছিল। ফিফা ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। কানাডার মতো কাগজে কলমে দুর্বল দলের বিরুদ্ধে মাত্র ১ গোলের জয়, অনেক প্রশ্ন রাখল। কুর্তোয়া যদি পেনাল্টি বাঁচাতে না পারতেন! তাহলে হয়তো ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হত। তবে নামের প্রতি সুবিচার করলেন কেভিন ডি ব্রুইন। বেলজিয়ামের এই দলের নিউক্লিয়াস যে তিনিই, ম্যাচে বারবার প্রমাণ করলেন। ম্যাচের পরিসংখ্যান বলছে, কানাডা শট নিয়েছে ২২টি। সেখানে বেলজিয়াম মাত্র ৯টি। এর মধ্যে দু-দলেরই লক্ষ্যে শট তিনটি করে। পারফরম্যান্সে উন্নতি না করলে বেলজিয়ামকে পরের ম্যাচগুলিতে ভুগতে হবে, কোনও সন্দেহ নেই।

Related Articles

Leave a Comment