কলকাতা টুডে ব্যুরো: বিশ্বকাপের সময় স্টেডিয়ামে বিয়ার বিক্রি বন্ধ করে দিল FIFA। শুক্রবার একটি নির্দেশিকা জারি করে ফিফার তরফে বলা হয়েছে, বিশ্বকাপের সময়ে কোনও স্টেডিয়ামেই সমর্থকদের জন্য বিয়ার বিক্রি করা হবে না। রাজার ইচ্ছা ও রাজপরিবারের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। তাই একপ্রকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত। এই ইস্যু নিয়ে টুইট পর্যন্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
FIFA-র তরফ থেকে বলা হয়েছিল, বেশ কিছু বিধিনিষেধ থাকলেও স্টেডিয়ামে মদ্যপান করার অনুমতি দেওয়া হবে। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র দু’দিন আগে একেবারে উলটো অবস্থান নিল ফিফা। এই সিদ্ধান্তের ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে।
শুক্রবার ফিফার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘স্টেডিয়াম ও তার আশেপাশের অঞ্চলের কোথাও বিয়ার বিক্রি করা যাবে না। আয়োজক দেশ কাতারের প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র হসপিটালিটি বক্সের মধ্যেই বিয়ার পানের অনুমতি দেওয়া হবে। তবে নির্দিষ্ট কয়েকটি হোটেল থেকে বিয়ার কেনা যাবে। সেই সঙ্গে কিছু ফ্যান জোনেও বিয়ার বিক্রির ব্যবস্থা থাকবে।’ জানা গিয়েছে, ইতিমধ্যেই বিশ্বকাপের আটটি স্টেডিয়ামের বাইরে বিয়ারের অস্থায়ী দোকান তৈরি হয়ে গিয়েছিল। এখন ফিফার বিবৃতির পরে অপেক্ষাকৃত অলাভজনক জায়গায় সেই দোকান সরিয়ে নিয়ে যেতে হবে।