Home খেলাধুলাফুটবল FIFA World Cup 2022 উদ্বোধন অনুষ্ঠানে জমকালো আয়োজন, নোরা ফাতেহি, বিটিএস ব্যান্ডের পারফরম্যান্স

FIFA World Cup 2022 উদ্বোধন অনুষ্ঠানে জমকালো আয়োজন, নোরা ফাতেহি, বিটিএস ব্যান্ডের পারফরম্যান্স

রবিবার FIFA World Cup 2022 উদ্বোধন। খেলার শুরুর আগে দোহার আল খোরের আল বায়াত স্টেডিয়ামে ধুমধাম করে শেষ হল এক ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠান

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রবিবার FIFA World Cup 2022 উদ্বোধন। খেলার শুরুর আগে দোহার আল খোরের আল বায়াত স্টেডিয়ামে ধুমধাম করে শেষ হল এক ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠান। এ বারের বিশ্বকাপে অনেক কিছু নতুন রয়েছে। উন্মাদনার কোনও খামতি নেই। মরুদেশে এই প্রথম বার বিশ্বকাপ হচ্ছে বলে, কাতারের যে নিজস্ব সংস্কৃতি তা দেখার জন্য দর্শকরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। যে দেশে বিশ্বকাপ হয় সেই দেশের সংস্কৃতির সঙ্গে বহির্বিশ্বের মানুষরাও মিলে যায়। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য, স্টেডিয়ামের কানায় কানায় উপচে পড়েছিল ভিড়।

উত্তর দোহা থেকে ৪০ কিলোমিটার দূরে আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত হল উদ্বোধনী অনুষ্ঠান। নোরা ফাতেহি, বিটিএস ব্যান্ড পারফর্ম করল। সাম্য ও ঐক্যের বার্তা দিলেন হলউড তারকা মর্গ্যান ফ্রিম্যান। ফিফার মঞ্চে দেওয়া হল ঐক্যের বার্তা। বলা হল, ফুটবলই পারে গোটা বিশ্বকে এক সুতোয় বাঁধতে। বিশেষভাবে সক্ষম শিল্পী ঘানেম আল-মুফতাহ পারফর্ম করলেন। তিনি কাতারের একজন নামজাদা শিল্পী।

Related Articles

Leave a Comment