কলকাতা টুডে ব্যুরো: রূপকথা লিখল ইরান। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ছয় গোল খেয়েছিল কার্লোস কুইরেজের দল। শুক্রবার দ্বিতীয় ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দিল ইরান। সৌদি আরব, জাপানের পর লিখল নতুন ইতিহাস।
নব্বই মিনিট গোলশূন্য। দুটো গোলই হয় অতিরিক্ত সময়। ওয়েলসের গোলকিপার লালকার্ড দেখে মাঠ ছাড়ার পর। গোল করেন রুজবে চেশমি এবং রামিন রেজিয়ান। ওয়েলসের হয়ে নতুন রেকর্ড করেন গ্যারেথ বেল। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন তারকা ফুটবলার। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গুন্টারের। ১১০টি ম্যাচ খেলেছিলেন তিনি। এদিন বেল ভেঙে দিলেন সেই রেকর্ড। তবে নজির গড়ায় দিন একেবারেই উজ্জ্বল ছিলেন না ওয়েলসের তারকা।
আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর গোলেই সমতা ফিরিয়েছিল ওয়েলস। কিন্তু এদিন গোল করতে ব্যর্থ। যদিও ম্যাচের শুরুটা খারাপ করেনি ইউরোপের দল। ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে গোল করে ফেলেছিল ইরান। কিন্তু রেফারি ভার-এর সাহায্য নিয়ে গোল বাতিল করেন। ৯০+৮ মিনিটে ইরানকে এগিয়ে দেন চেশমি। তার তিন মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান রেজিয়ান। ম্যাচে বলের দখল ওয়েলসের পক্ষে হলেও গোল লক্ষ্য করে শট ইরানের অনেক বেশি। বিশ্বকাপের প্রথম ম্যাচে ছয় গোল হজম করার পর এভাবেও ফিরে আসা যায়, দেখিয়ে দিল ইরান। অন্যদিকে একটা ম্যাচ ড্র করে এবং হেরে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় বেলের ওয়েলসের।