Home সংবাদসিটি টকস শহরে শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ

শহরে শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:শুক্রবার থেকে দেশজুড়ে বিনামূল্যে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের কর্মসূচি চালু হচ্ছে। শহরেও এদিন থেকে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের কর্মসূচি চালু হল। ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সীদের জন্য এই ডোজ শুরু হল।

 

পাশাপাশি ১৪ বছর থেকে ১৮ বছর বয়সীদের জন্য কোরবিভ্যাক্স দেওয়ার কাজও শুরু করা হল এদিন।এদিন মোট ৭৪ টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং ৮টি মেগা সেন্টার ও ১৭টি নতুন কেন্দ্র দেওয়া শুরু হয়েছে এই বুস্টার ডোজ দেওয়ার কাজ। মোট ১১৬ টি সেন্টার থেকে দেওয়া হচ্ছে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ।
আগামী ৭৫ দিনের জন্য বিনামূল্যে এই বুস্টার ডোজ দেওয়ার কাজ চলবে।

 

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৮ জন

কলকাতার যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত বুস্টার ডোজ নেননি, তাদের প্রত্যেকের কাছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবেদন জানিয়েছেন দ্রুত বুস্টার ভোজ নিয়ে নেওয়ার জন্য।

Related Articles

Leave a Comment