কলকাতা টুডে ব্যুরো:রাজস্থান থেকে আমাদের দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখার রয়েছে এবং উড়িষ্যার ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বৃষ্টি যেটা হবে দক্ষিণবঙ্গে সেটা খুব দুর্বল ভাবে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোন বড় বৃষ্টির সম্ভাবনা নেই তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বেশিরভাগ জেলাতেই। তারপর দুদিন কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে কোচবিহার ও আলিপুরদুয়ারে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা ৪/৫ দিন অন্তত নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।