Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত ১৫ হাজার ৯৪০ জন

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত ১৫ হাজার ৯৪০ জন

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। শুক্রবারের থেকে ৮.১ শতাংশ কমল সংক্রমণ।
একদিনে দেশে করোনা প্রাণ কেড়েছে ২০ জনের।

 

এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৯১ হাজার ৭৭৯। দৈনিক সুস্থতার হার ৪.৩৯ শতাংশ। এক দিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। দেশে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ।

আরও পড়ুনঃ হাসপাতালের কার্নিশ থেকে নিচে পড়লেন রোগী, চাঞ্চল্য ছড়ালো মল্লিক বাজার এলাকায়

 

বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৬১ হাজার ৪৮১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা  মুক্ত ১২,৪২৫ জন। সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৬ কোটি ৯৪ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১৬ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৬৩ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Related Articles

Leave a Comment