কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১,৭৩৯ জন ।আক্রান্তের পাশাপাশি পজিটিভিটি রেট ১৪.৭২ শতাংশ। শুক্রবার দিনভর করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর মেলেনি।
বর্তমানে গোটা রাজ্যে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.০৪ শতাংশ। এখনও পর্যন্ত, গোটা রাজ্যে ২১ হাজার ২১৯ জন মারা গিয়েছে করোনা সংক্রমণের জেরে। অন্যদিকে এদিন দিনভর ১১ হাজার ৮১১ জনের নমুণা পরীক্ষা হয় গোটা রাজ্যে। সারাদিনের পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ১৪.৭২ শতাংশ। সেখানে সামগ্রিক সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের কমবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার কলকাতায় করোনা আক্রন্ত হয়েছেন ৬৭৩ জন। বৃহস্পতিবার কলকাতায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৬২১ জন।