Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজারের বেশি করোনা আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজারের বেশি করোনা আক্রান্ত

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজারের বেশি নতুন করোনা রোগী মিলেছে। ২৯ জন রোগীর মৃত্যু হয়েছে, যেখানে শুক্রবার ২৩ জনের মৃত্যু হয়েছিল। গত কয়েকদিন ধরে দেশে করোনা আক্রান্তের পরিসংখ্যান রীতিমতো চমকপ্রদ।দেশের পাঁচটি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এই ৫ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।

 

দেশে কোভিডের কারণে এখনও পর্যন্ত পাঁচ লাখের বেশি (৫,২৫,১৬৮) জন মারা গেছেন। ভারতের সুস্থতার হার এখন ৯৮.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৬৮৪ জন রোগী সুস্থ হয়েছেন, যার ফলে সারা দেশে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫৯০ জন।

 

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১,৭৩৯ জন

দেশে বর্তমানে করোনার সক্রিয় মামলা রয়েছে ১ লাখ ৯ হাজার ৫৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার সক্রিয় মামলা বেড়েছে ২ হাজার ৩৭৯ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার মোট ৯ লাখ ৯ হাজার ৭৭৬ ডোজ দেওয়া হয়েছে। একই সময়ে, গত ২৪ ঘণ্টায় মোট ৪ লাখ ১২ হাজার ৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Related Articles

Leave a Comment