কলকাতা টুডে ব্যুরো:রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। অন্যদিকে, মৃত্যু হয়েছে ৬ জনের। যা চিন্তা বাড়িয়েছে নবান্ন -এর। এটা করোনার চতুর্থ ঢেউ বলে উল্লেখ করেছেন মুখ্য সচিব। তাঁর কথায়, “আমরা এখন চতুর্থ ঢেউয়ের মধ্যেই রয়েছি।
এদিন নবান্ন থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ আধিকারিক সহ প্রতিটি জেলার শাসকদের সঙ্গে নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে কোন-কোন জেলায় কীভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখান স্বাস্থ্য সচিব।
আরও পড়ুনঃ ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্য এনডিএ-এর প্রার্থী হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়
করোনা আক্রান্তের শীর্ষে চলে এসেছে কলকাতা । এই জেলায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ৫৯৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা । সেখানে একদিনে আক্রান্ত ৫৭৭ জন। এছাড়া চিন্তা ধরাচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমানও।