কলকাতা টুডে ব্যুরো:কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন এবং করোনা প্রাণ কেড়েছে ৩৮ জনের। বুধবার দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৯০৬ জন। বুধবার থেকে কোভিডে মৃত্যুর পরিসংখ্যান কমলেও সংক্রমণ একলাফে বেড়েছে অনেকটাই।
এই মুহূর্তে দেশে সংক্রমণের হার ৫ শতাংশেরও বেশি। যে হারে মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন, তাতে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা আরও প্রবল হচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ কয়লাপাচার কাণ্ডে এবার তলব মলয় ঘটক- সুশান্ত মাহাতোকে
বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩৬ হাজার ৪৩ জন। দেশের অ্যাকটিভ কেস ০.৩১ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। এই মুহূর্তে দেশে করোনার পজিটিভিটি রেট ৫.১০ শতাংশ।