কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত ২৯৬২ জন। বাড়ল করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। সংক্রমিত হয়ে একদিনে মৃত ৪ জন।
রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৫১ হাজার ৭১১। মোট মৃত্যু হয়েছে জনের ২১ হাজার ২৪৩। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৫৩ জন। রাজ্যে পজিটিভিটি রেট ১৭.৩৬ শতাংশ।
অন্যদিকে দেশের করোনা গ্রাফও উদ্বেগ বাড়াচ্ছে মানুষের মধ্যে ।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫৭ জন।