কলকাতা টুডে ব্যুরো: জয় দিয়ে আইএসএল ২০২২-২৩ অভিযান শুরু করল বেঙ্গালুরু এফসি। কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি’র। শিল্পপতি পার্থ জিন্দালের দল এবং অভিনেতা জন আব্রাহামের দলের লড়াইয়ে শেষ হাসি হাসল নীল জার্সিধারীরা।
ম্যাচে বল পজিশন দখলের বিচারে বেঙ্গালুরু এফসি এগিয়ে ছিল অনেকটাই। ম্যাচে ৫৪ শতাংশ বলের দখল ছিল বেঙ্গালুরু এফসির দখলে। ৪৬ শতাংশ ছিল নর্থইস্টের দখলে। সুনীলের দলের অন টার্গেট ছিল ২টি শট এবং বেঙ্গালুরু অন টার্গেট ছিল একটি শট। ৮১ শতাংশ পাস সঠিক খেলেছে বেঙ্গালুরু এবং ৭৪ শতাংশ সঠিক খেলেছে নর্থইস্ট।
এটিকে মোহনবাগান থেকে এই মরসুমে বেঙ্গালুরু এফসি’তে আসা রয় কৃষ্ণ আইএসএল-র প্রথম ম্যাচে নিজের দক্ষতা অনুযায়ী খেলতে ব্যর্থ হয়েছেন। একটি শটও অন টার্গেট রাখতে পারেননি ফিজির ফুটবলার। সুনীল ছেত্রী চেষ্টা করলেও তিন কাঠিতে একটি শটও রাখতে পারেননি। অপরদিকে নিস্প্রভ দেখিয়েছে নর্থইস্ট ইউনাইটেডের আক্রমণভাগকেও। এত বেশি ডিফেন্সিভ ফুটবল দলটা খেলেছে যে মাঝমাঝের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে বাধ্য হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে গোল তুলে আনার জন্য যে আগ্রাসী মানসিকতা লাগে তার নিদর্শন রাখতে পারেনি পাহাড়ের দলটি।
দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই বজায় ছিল মাঝমাঠে। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত বেঙ্গালুরু এফসি কোনও ভাবেই নর্থইস্টের রক্ষণের ঘেরাটোপ টপকাতে পারছিলেন না। বারবার মাইকেল জেকবসন, গৌরব বোরার সামনে আট যেতে হচ্ছিল বেঙ্গালুরুকে। অবশেষে ম্যাচের ৮৭ মিনিটে ডিফেন্ডার অ্যালান কোস্তা। দ্বিয়ীর্ধের শেষ লগ্নে নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে সমতা ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা চালালেও ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ল বেঙ্গালুরু এফসি।