Home বিনোদনবলিউড ২৮তম KIFF-এ তারকাদের মেলা

২৮তম KIFF-এ তারকাদের মেলা

বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেলো।প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেলো।প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের kiff। করোনার কোপে মাঝে প্রায় দু’বছর ছন্দপতন হয়েছিল, পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ফের আয়োজন হল তারকাখচিত চলচ্চিত্র উৎসবের। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে।গত ২ বছরের কোভিড ঝড় কাটিয়ে এবার পুরনো ছন্দে ফিরে এসেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন দুপুরেই কলকাতায় পৌঁছেছেন অমিতাভ বচ্চন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। তবে ২০১৯ এর মতো এবছরও কলকাতায় পৌঁছতে কিছুটা দেরি হয়ে গেল শাহরুখ খানের। শাহরুখ বিমানবন্দরে পা রাখলেন বিকেল ৪.১০ নাগাদ।অগত্যা তাঁকে ছাড়াই শুরু হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,অমিতাভ বচ্চন, জয়া বচ্চন,শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জী, শাহরুখ খান এবং টলিপাড়ার একাধিক শিল্পীরা।আজ টলিপাড়ায় ফিল্ম ফেস্টিভ্যাল এর জন্য ছুটি ছিল।

প্রসঙ্গত, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে অরিজিৎ সিং-এর পা পড়তেই হৈহৈ করে কেঁপে উঠল মঞ্চ। মঞ্চে দাঁড়িয়ে দর্শককে হলমুখী হতে বলেছেন বারংবার। তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷মুখ্যমন্ত্রীর আবদারে এই মঞ্চ থেকেই গান গাইলেন “বোঝেনা সে বোঝেনা”৷ পাশে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর মুখে যেন খুশীর ঝলক৷ বোঝেনা সে বোঝেনা থেকে চলে গেলেন রং দে তু মোহে গেরুয়া… শাহরুখের চোখে-মুখে খুশির ঝলকানি৷ হাততালি দিয়ে অভিনন্দন জানালেন কিং খান৷

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে এসে আপ্লুত রানি মুখার্জি।তাঁর কথায়, “কলকাতার সঙ্গে আমার নাড়ির টান রয়েছে। আমার মা এই শহরের মেয়ে। কলকাতায় এসে আমি খুব খুশি। কলকাতায় এসে যে আন্তরিকতা পাওয়া যায়, তা বলে বোঝানো যায় না। আমি আজ যেখানে পৌঁছতে পেরেছি, তার জন্য বাংলার দর্শকদের ধন্যবাদ জানাই। আপনারা আমায় এভাবে ভালো না বাসলে আমি এতদুর পৌঁছতে পারতাম না।”কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে রানি মুখার্জি বলেন, “কলকাতায় আমন্ত্রণ জানানো জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।” এরপরই অমিতাভ বচ্চনক ‘মহানায়ক’ এবং শাহরুখ খানকে ‘প্রিয় পাঠান’ বলে উল্লেখ করেন রানি।

তিন বছর ধরে ফিল্মোৎসবে আসতে না পারার জন্য মন খারাপ ছিল অমিতাভ বচ্চনেরও। মঞ্চে এসে বাংলার জামাই আবারও বাংলায় কথা বলে মন জিতলেন বাংলার।

Related Articles

Leave a Comment