কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেলো। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের KIFF। করোনার কোপে মাঝে প্রায় দু’বছর ছন্দপতন হয়েছিল, পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ফের আয়োজন হল তারকাখচিত চলচ্চিত্র উৎসবের। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে।গত ২ বছরের কোভিড ঝড় কাটিয়ে এবার পুরনো ছন্দে ফিরে এসেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।তবে ২০১৯ এর মতো এবছরও কলকাতায় পৌঁছতে কিছুটা দেরি হয়ে গেল শাহরুখ খানের। শাহরুখ বিমানবন্দরে পা রাখলেন বিকেল ৪.১০ নাগাদ।অগত্যা তাঁকে ছাড়াই শুরু হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,অমিতাভ বচ্চন, জয়া বচ্চন,শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জী, শাহরুখ খান এবং টলিপাড়ার একাধিক শিল্পীরা।আজ টলিপাড়ায় ফিল্ম ফেস্টিভ্যাল এর জন্য ছুটি ছিল।
২০২২ সালে কোভিডের জন্য, উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন কিং খান। বরাবরের মত এবারও সকলকে চমকে দিলেন শাহরুখ খান। তাঁর বক্তব্যের অনেকটাই ছিল বাংলায়। চলচ্চিত্র জগৎ সম্পর্কে সকলকে সমৃদ্ধ করা ছাড়াও এদিন কিং খান বাংলায় বললেন, “দিদিকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কলকাতায় এলেই বাংলায় কথা বলব। ভাল ভাবে বলতে পারলে প্রশংসা করবেন। আর ভুল হলে সব রানির দোষ মজা করে বললেন। কলকাতায় এসে খুব ভাল লাগছে। দিদি, দাদা, কলকাতার জামাইবাবু অমিতাভ বচ্চনকে মঞ্চে দেখে আমার খুব ভাল লাগছে। এতজন শিল্পী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সকলকে দেখে সবচেয়ে বেশি খুশি হলাম। অনেকদিন দেখা হয়নি তো… এই শহরে আবার এসে খুব ভাল লাগছে।
সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে এই দিন শাহরুখ খান বলেন,” কোথাও কোথাও সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিকগুলি বেশি আকর্ষণ করছে নেটিজেনদের আমি কোথাও পড়েছি নেতিবাচকতা সামাজিক মিডিয়ার ব্যবহার বাড়ায়।এই ধরনের বিষয়ে অনেক ক্ষেত্রেই ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে।