কলকাতা টুডে ব্যুরো:২৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারতরত্ন অমিতাভ বচ্চন। যদিও তিনি অফিসিয়ালি ভারতরত্ন নন। তবে বাংলা থেকে আমরা দাবি তুলব ভারতরত্ন দেওয়া হোক অমিতাভ বচ্চনকে। আমি মনে করি তাঁর মতো আইকন আর পাওয়া যাবে না। ফলে আমি মনে করি তাঁকে ভারতরত্ন দেওয়া উচিৎ। উনি মানুষ হিসেবেও খুব বড়। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে তিনি কলকাতায় এসেছেন। সঙ্গে তাঁর বক্তব্যে এমন অনেক কিছু বলেছেন, যা হয়ত আমরা বলতে পারতাম না।”
প্রসঙ্গত কিং খান কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘আমি মনে করি শাহরুখ আমার নিজের ভাই। আমি ওকে রাখিও পরিয়েছি। জয়া বচ্চন সম্পর্কে বললেন উনি বাংলার মাটিকে ভোলেননি। আমি উত্তর প্রদেশে গিয়েও দেখেছি এবং আমাদের ইলেকশনের সময়ও জয়া জি এসেছেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। আমরা সত্যি ভাগ্যবান। রানী মুখার্জি সেও একজন বাংলার মেয়ে, বম্বেতে গিয়ে আলোড়ন ফেলেছে। আমাদের বাংলার অনেক ছেলে মেয়ে বম্বেতে গিয়ে ভালো ভালো কাজ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টেকনিশিয়ান এবং টলিউডের অভিনেতা অভিনেত্রীদের ধন্যবাদ জানালেন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।