Home বিনোদনবলিউড ৯৩ তম জন্মদিনে পা রাখলেন কিংবদন্তি শিল্পী Kishor Kumar

৯৩ তম জন্মদিনে পা রাখলেন কিংবদন্তি শিল্পী Kishor Kumar

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:৪ অগাস্ট। ৯৩ তম জন্মদিনে পা রাখলেন কিংবদন্তী এই শিল্পী কিশোর কুমার।৪ অগাস্ট। ৯৩ তম জন্মদিনে পা রাখলেন কিংবদন্তী এই শিল্পী।

কিংবদন্তি গায়কের চিরসবুজ গানগুলি আজও সকলের কাছে সমান জনপ্রিয়। প্লেব্যাক থেকে অভিনয় সবক্ষেত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। কিশোর কুমার তাঁর জীবনে প্রায় ১৬,০০০ চলচ্চিত্রের গান গেয়েছেন। এ ছাড়া তিনি ৮ বার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন। ১৯২৯ সালের ৪ আগস্ট মধ্যপ্রদেশের খান্ডোয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বলিউড ক্যারিয়ার প্রায় চার দশক ধরে বিস্তৃত। তিনি ‘আন্দোলন’, ‘নৌকরি’ এবং ‘মুসাফির’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ দশকের শেষের দিকে এবং ১৯৮০ দশকের গোড়ার দিকে কিছু চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেন, যেমন ‘বঢ়তি কা নাম দাড়ি’, ‘জিন্দেগি’ এবং ‘দূর ওয়াদিওঁ মে কহিন’, যেটি ছিল অভিনেতা হিসেবে তাঁর শেষ উপস্থিতি। তবে কিশোর কুমারের আসল আগ্রহ ছিল প্লেব্যাক গানে। এস ডি বর্মণ একজন প্লেব্যাক গায়ক হিসেবে কিশোরকে তাঁর অভ্যন্তরীণ প্রতিভার জন্য ট্যাপ করেছিলেন। আর ডি বর্মনই কিশোরকে তাঁর নিজস্ব স্টাইল তৈরি করতে রাজি করিয়েছিলেন। কিংবদন্তি গায়ককে তাঁর যুগের অন্যতম সেরা প্রতিভা হিসাবে বিবেচনা করা হত এবং সারা জীবন ধরে তিনি বেশ কয়েকটি পুরস্কার জিতেছিলেন।

তিনি দিলীপ কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, দেব আনন্দ, শশী কাপুর, মিঠুন চক্রবর্তী, বিনোদ খান্না, ঋষি কাপুর, সঞ্জয় দত্ত, সানি দেওল, অনিল কাপুর এবং আরও অনেকের জন্য গান গেয়েছেন। ১৯৮৬ সালে হৃদরোগে আক্রান্ত হবার পর, কিশোর কুমার অবসর নেওয়ার এবং নিজের শহরে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে ১৯৮৭ সালে, তিনি মুম্বাইতে আরেকটি বড় হার্ট অ্যাটাকের শিকার হন। ১৩ই অক্টোবর, ১৯৮৭ সালে মাত্র ৫৮ বছর বয়সে তিনি মারা যান। তার শেষ রেকর্ডিং ছিল মিঠুন চক্রবর্তীর জন্য একটি প্লেব্যাক গান, যেটি ১৯৮৮ সালে ‘ওয়াক্ত কি আওয়াজ’ চলচ্চিত্রে ব্যবহার করা হয়।

Topics

Kishore Kumar  Singer Music Entertainment Kolkata

Related Articles

Leave a Comment