Home সংবাদআবহাওয়া Weather Update:কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের

Weather Update:কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের

by Kolkata Today
কলকাতা টুডে ব্যুরো:কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য রীতিমতো অস্বস্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল কবে হবে স্বস্তির বৃষ্টি। অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়ায়। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ জুন শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রথম ২৪ ঘন্টায় সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় শুঘুমাত্র বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, বলা হয়েছে পূর্বাভাসে।

Related Articles

Leave a Comment