কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৮২৮ জন। সুস্থ হয়েছেন ২,০৩৫ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। অ্যাকটিভ কেসের সংখ্যা ৭৭৯।
দিল্লি, মহারাষ্ট্রের পর কেরল। নতুন করে দক্ষিণের রাজ্যটিতে বাড়তে শুরু করেছে করোনা।করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৩৭০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৩৫ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
আরও পড়ুন:নেপালে মাঝ আকাশ থেকে উধাও বিমান, ৪ ভারতীয় সহ নিখোঁজ ২২জন যাত্রী
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,৩১,৫৩,০৪৩। মৃত্যু হয়েছে ৫,২৪,৫৮৬। সুস্থ হয়েছেন ৪,২৬,১১,৩৭০। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৭,০৮৭