কলকাতা টুডে ব্যুরো:এখনও পর্যন্ত রাজ্যের দক্ষিণে দুর্বল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । যার কারণে জুন মাসের মতো জুলাই মাসের শুরুতেও বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা গিয়েছে । তবে আবহাওয়া দফতরের থেকে যে পূর্বাভাস জারি করা হল তা বলছে, দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি । সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই এই বৃষ্টিতে ভিজতে চলেছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ,হাওড়া ,কলকাতা, হুগলি, পুরুলিয়া ,ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া ,পশ্চিম বর্ধমান ,বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলির দু একটি জায়গায় ঘন্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ বৃক্ষ রোপনের পক্ষে বড় পদক্ষেপের সম্ভাবনা রাজ্য সরকারের ,ইঙ্গিত বিধানসভার অধ্যক্ষের
আবহাওয়া দফতর উত্তরবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিলেও, এদিন বলা হয়েছে আগামী পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।