Home সংবাদসিটি টকস দক্ষিণবঙ্গের তিন জেলায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের তিন জেলায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে এই সপ্তাহের গোড়া থেকেই ছবিটা খানিক বদলাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের তিন জেলায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গল ও বুধে বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ফের বাড়বে।

এই মুহূর্তে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের উপরে মৌসুমী অক্ষর রয়েছে ও কিছু দক্ষিণ-পশ্চিমের জলীয়বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গে হালকা মাঝারী বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে।

উত্তরবঙ্গে আগামী দু তিন দিন বৃষ্টি বৃদ্ধি পাবে। বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আজ কাল ও পরশু একটু বেশি বৃষ্টি হবে। কয়েক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গ এ। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে কোন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতার তাপমাত্রা বিগত কয়েকদিন কম ছিল আগামীকাল থেকে আবার তাপমাত্রার পরিমাণ বাড়বে। আগামী ২৪ ঘন্টা কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি সাথে মেঘলা আকাশ যদিও বুধবার থেকে মেঘলা আকাশের পরিমাণ কমবে কলকাতায়।

Topics

Alipore Weather Office  Rainfall Temperature Administration Kolkata

Related Articles

Leave a Comment