কলকাতা টুডে ব্যুরো: রাজ্যবাসী শুনতে চলেছেন মদন মিত্রের নতুন গান । সামনে পঞ্চায়েত ভোট এবং ফুটবলের বিশ্বকাপ৷ এই দুইকে থিম ধরে গান বাঁধলেন মদন মিত্র। সেখানে বিরোধী দলকে বিঁধতেও ছাড়েননি তিনি । শুক্রবার সেই গান রেকর্ড করলেন কামারহাটির বিধায়ক । এ বছর কাতারে বসে মমতা বন্দ্যোপাধ্যাযের ছবি হাতে নিজের গান শুনবেন বলে জানালেন মদন মিত্র। তাঁর গানে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে একসঙ্গে ‘সুসু’ বলে কটাক্ষ করেছেন তিনি ৷ এছাড়াও সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, ইডি, ডোন্ট টাচ মি- গানের কথায় এমন নানা ইস্যু তুলে ধরে বিরোধীদের একহাত নিয়েছেন মদন ৷ তিনি জানান, আমি পার্টি করি তৃণমূল আর দল আমার ব্রাজিল । আমি চেষ্টা করব বিশ্বকাপের আগে পঞ্চায়েত ভোটের আগে কাউকে নিয়েও আসার । যাঁরা জানেন কেন্দ্র কী করছে রাজ্যের সঙ্গে, তাঁদের এই গান ভালো লাগবে । যাঁরা স্বাধীনতায় বিশ্বাসী তাঁদের এই গান ভালো লাগবে ।
এই গানে উঠে এলো দিলু আমাদের নেই চাপ আমরা পাবো কাপ।এরকম লাইনও। বাম বিজেপি জোটকেও ব্যাঙ্গ করেছেন এই গানে । লাইনে লাইনে চমক রয়েছে। গানে গানে রাজনীতির মারপ্যাঁচ। মদন মিত্রের নিজস্ব গানের তিন নম্বর অ্যালবাম এটি। তিনি মনে করছেন ও লাভলি আর খেলা হবে কেও ছাপিয়ে যাবে এই গান। এবং নিজে কাতারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে যাবে বিশ্বকাপ দেখতে।