Home সংবাদসিটি টকস Maharashtra political crisis:উদ্ভব ঠাকরে- সঞ্জয় রাউতরা হাল ছাড়ছেন?

Maharashtra political crisis:উদ্ভব ঠাকরে- সঞ্জয় রাউতরা হাল ছাড়ছেন?

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বুধবার সকালে বিদ্রোহী একনাথ শিন্ডের সঙ্গে কথা বলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তবে লাভ কিছুই হয়নি। একনাথ শিন্ডে চাইছেন, কংগ্রেস-এনসিপির সঙ্গ ছেড়ে বিজেপি-র সমর্থনে মহারাষ্ট্রে সরকার গড়ুক শিবসেনা। আর সেই সরকারের মুখ্যমন্ত্রী হবেন তিনি নিজে। এই দাবিতে পুরোপুরি অনড় একনাথ। এমন অবস্থায় মহারাষ্ট্রে সরকার বাঁচানোর আশা ছাড়ছে শিবসেনা। শোনা যাচ্ছে শিবসেনায় একনাথের পক্ষে সমর্থন বাড়ছে। সেই আঁচ পেয়ে উদ্ভব ঠাকরে- সঞ্জয় রাউতরা হাল ছাড়ছেন।

 

শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত টুইট করে জানালেন, “মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা রাজ্য বিধানসভা ভাঙার পথে চলেছে।” শিবসেনার মধ্যে চলা এই অচলাবস্থার মাঝে মহারাষ্ট্রে কংগ্রেস তাদের ঘর বাঁচাতে নেমেছে। দলের ৪৪জন বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছেন মহারাষ্ট্রের নয়া দায়িত্ব পাওয়া নেতা কমলনাথ।

আরও পড়ুনঃ ’যশবন্ত সিনহাজিকে আন্তরিক অভিনন্দন,’ বললেন অভিষেক

 

উল্লেখ্য, বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্র ভোটে লড়েছিল শিব সেনা। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে টানাপোড়েনের জেরে জোট ভাঙে উদ্ধব ঠাকরের দল। তাঁকেই মুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রে সরকার গড়ে শিব সেনা, কংগ্রেস এবং এনসিপি। তবে সরকার গড়তে না পেরেও মাটি ছাড়েনি বিজেপিও। তার প্রমাণ মেলে সদ্য সমাপ্ত বিধান পরিষদ নির্বাচনে। ক্রস ভোটিংয়ের দৌলতে ১০টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পায় বিজেপি। বাকি ৫টিতে জিতেছিলেন বিরোধী জোটের প্রার্থীরা। এমনকী, রাজ্যসভা ভোটেও চমক দিয়েছিল বিজেপি। এবার মহারাষ্ট্রে সরকারে ভাঙনের ভয় ধরাল পদ্মশিবির।

Related Articles

Leave a Comment