Home সংবাদসিটি টকস শহরে পালিত হল  No Tobacco Day

শহরে পালিত হল  No Tobacco Day

by Kolkata Today
কলকাতা টুডে ব্যুরো:৩১ মে দিনটি আন্তর্জাতিক নো টোবাকো দিবস। সেই উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেকে টোবাকো সম্পর্কে জন জাগ্রুতি তৈরি করতে ওয়াকথনের আয়োজন করা হয় সিজিএসটি এন্ড সিএক্স নর্থ কলকাতা কমিশনারেটের পক্ষ থেকে। রবীন্দ্র সরোবরের ১২ নম্বর গেটের সামনে থেকে হাঁটা শুরু করে লেক প্রদক্ষিণ করা হয়। অনুষ্ঠানে কমিশনারেটের কর্মী বৃন্দের পাশপাশি আধিকারিক ও কচিকাচারাও যোগদান করে।
অন্যদিকে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে আজাদী কি অমৃত মহোৎসব পালিত হচ্ছে। তাই আন্তর্জাতিক নো টোবাকো দিবসের পাশপাশি এদিন আজাদী কি অমৃত মহোৎসবও পালন করা হয়।
টোবাকো মানব সভ্যতার অন্যতম ক্ষতিকারক উপাদান। কিন্তু প্রতিদিন এই ক্ষতিকারক উপাদান এর ব্যবহার বেড়েই চলেছে। তাই সেই ক্ষতি সাধন থেকে মানব সভ্যতাকে সচেতন করাই মূল লক্ষ্য। সে কারণেই এই ওয়াকথন বলে জানান সংস্থার এসিস্ট্যান্ট কমিশনার হেড কোয়াটার, নর্থ কলকাতা কমিশনারেট, যোগেশ বাঘেল ও যুগ্ম কমিশনার নর্থ কলকাতা কমিশনারেট ব্রিজেস কুমার সিং।
একই সঙ্গে এদিন গাছ লাগিয়ে সবুজায়নও করা হবে বলে জানানো হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপারিনটেনডেন্ট, রাহুল ভট্টাচার্য্য, সন্তোষ কুমার, ও শিশিবালা খাকা এবং ইন্সপেক্টর আন্নামনিদি সতীশ, সুজয় দাসগুপ্ত, সুশান্ত মজুমদার, ও স্বপণ ভূইঁয়া প্রমুখ।

Related Articles

Leave a Comment