Home সংবাদসিটি টকস মঙ্গলবারেও নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ নার্সদের

মঙ্গলবারেও নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ নার্সদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:সোমবারের পর মঙ্গলবারেও নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ নার্সদের। সল্টলেকে স্বাস্থ্য ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা।ঘ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। অভিযোগ, তিন হাজার নার্স নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। তাতে রয়েছে বিস্তর গোলমাল বলে অভিযোগ।

মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে নার্সদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাঁদের। এক সময় বিক্ষোভকারীরা স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকে পড়েন। বিশাল পুলিশ বাহিনী তাঁদের বের করে নিয়ে আসে। পরিস্থিতি লাগালের বাইরে গেলে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় এক নার্স অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, চিকিৎসার জন্য তাঁকে স্বাস্থ্য ভবনের ভিতরে নিয়ে যাওয়া হয়।

মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি, এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান ডিগ্রিধারী নার্সদের একাংশ। সোমবার দফায় দফায় তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। মঙ্গলবার দুপুরে ওই নার্সরা ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের দাবি, রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে ঢোকার চেষ্টা করেন তাঁরা। গন্ডগোল ও বিশৃঙ্খলা এড়াতে ওই নার্সদের আটকানো হয়েছে।পুলিশের দাবি, রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের(WBHRB office) অফিসে ঢোকার চেষ্টা করেন তাঁরা। গন্ডগোল ও বিশৃঙ্খলা এড়াতে ওই নার্সদের আটকানো হয়েছে। সোমবারও এই দাবিতে স্বাস্থ্যভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখান প্রায় ৩০০ জন। পুলিশের সঙ্গে একদফা ধস্তাধস্তির পর পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসে।

Topics

Nurse Protest Rally Administration Kolkata

Related Articles

Leave a Comment