Home খেলাধুলাঅন্যান্য খেলাধুলা ‘অর্জুন’ মৌমা এবার ‘পদ্মশ্রী’, সম্মান উৎসর্গ করলেন ছোট্ট মেয়েকে

‘অর্জুন’ মৌমা এবার ‘পদ্মশ্রী’, সম্মান উৎসর্গ করলেন ছোট্ট মেয়েকে

by Kolkata Today

কলকাতা, ২৫ জানুয়ারি: প্রতিবছরের ন্যায় প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় ঘোষিত হল পদ্ম পুরস্কার বিজয়ীদের তালিকা। আর সেই তালিকায় পদ্মশ্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলার অভিজ্ঞ মহিলা টেবিল টেনিস তারকা মৌমা দাস। মৌমার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বঙ্গের ক্রীড়ামহলে। এর আগে ২০১৩ ‘অর্জুন’ সম্মানে সম্মানিত হয়েছিলেন বাংলার এই মহিলা প্যাডলার। এরপর বছর তিনেক আগে কমনওয়েলথ গেমসে মহিলাদের দলগত ইভেন্টে সোনা জয় ছিল মৌমার কেরিয়ারের অন্যতম বড় সাফল্য। অর্জুন হওয়ার আট বছরের মধ্যে আরও বড় সম্মান মৌমার। ৭২তম প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম-সম্মান নেবেন বাংলার টিটি তারকা।

৩৬ বছরের মৌমা দাস বাংলার টেবিল টেনিসের অন্যতম সেরা প্রতিভা ও আইকন। ৩০ বছরের কেরিয়ার। ৮ বারের জাতীয় চ্যাম্পিয়ন। জিতেছেন বহু আন্তর্জাতিক পদক। ১৭ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে পদক জিতেছেন। ১৯ বার কমনওয়েলথ টিটিতে পদক জিতেছেন। পদ্মশ্রী সম্মানের খবরে উচ্ছ্বাস গোপন করেননি মৌমা। কলকাতা টুডেকে টেলিফোনে বাংলার টিটি তারকা বললেন, ‘দারুণ আনন্দ হচ্ছে। এখনও তো অবসর নিইনি। পারফরম্যান্সের খিদে আরও বেড়ে গেল।’

বছর দুয়েক আগে মা হয়েছেন মৌমা। পরিবারে তাই খুশিটা বেশি। ফোনে বললেন, ‘মেয়ে হওয়ার পর এত বড় স্বীকৃতি তাই দুবছরের মেয়ে অদৃতিকে এই সম্মান উৎসর্গ করছি।’ মৌমা আরও বললেন, ‘করোনাভাইরাসের বছরে হতাশ হয়ে পড়েছিলাম। এখন নতুন করে শক্তি পেলাম। পদ্মশ্রী সম্মান আমার কেরিয়ারে নতুন দিশা দেখাবে।’

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে ঘোষিত তালিকা অনুযায়ী মৌমা-সহ পদ্মশ্রী পাচ্ছেন আরও ৭ অ্যাথলিট। এঁদের মধ্যে রয়েছেন ভারতের মহিলা বাস্কেটবল দলনায়িকা অনিতা পোলদুরই, একই মরশুমে দু’বার মাউন্ট এভারেস্ট বিজয়ী অরুণাচল প্রদেশের পর্বতারোহী অংশু জামসেনপা, অ্যাথলেটিক্স কোচ মাধবন নাম্বিয়ার, উত্তরপ্রদেশের অ্যাথলিট সুধা সিং, হরিয়ানার কুস্তিগির বীরেন্দ্র সিং এবং কর্নাটকের প্যারা-অ্যাথলিট ওয়াই ভেঙ্কটেশ।

Related Articles

Leave a Comment