Home সংবাদসিটি টকস আনিসকান্ডে পুলিশের গাফিলতি কথা স্বীকার রাজ্যে

আনিসকান্ডে পুলিশের গাফিলতি কথা স্বীকার রাজ্যে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:আমতার আনিস খানকাণ্ডে এবার নয়া মোড়। আনিস খানের বাড়িতে যে অভিযান হয়েছিল তা আইন মেনে হয়নি। তবে অভিযুক্ত পুলিশ কর্মীদের যথাযোগ্য শাস্তি প্রয়োজন। আদালতে জানাল রাজ্য। তবে আনিস খানকে খুনের উদ্দেশ্যে এই অভিযান হয়নি অর্থাৎ তাঁরা খুনের জন্য সেদিন যাননি।। সেকারণে ৩০২ ধারা এক্ষেত্রে প্রযোজ্য নয়। আদালতে জানাল রাজ্য সরকার।

 

 

ঘুরপথে পুলিশের গাফিলতিও মেনে নেওয়া হল সরকারের তরফে। পুলিশের ভূমিকায় রাজ্য যে সন্তুষ্ট নয়, সেটাও স্পষ্ট হয়েছে সরকার পক্ষের আইনজীবীর বক্তব্যে।

 

আরও পড়ুনঃ ’পিডব্লিউডি-র বড্ড বেশি খাঁই,’বললেন মমতা

 

CFSL রিপোর্ট অনুযায়ী, আনিস খান আত্মহত্যা করেননি। হয় কেউ তাঁকে ঠেলে দিয়েছে অথবা কোনওভাবে তিনি পড়ে গিয়েছেন। তবে ছাদ থেকে পড়ে গিয়েই যে আনিসের মৃত্যু হয়েছে, এ কথা স্পষ্ট হয়েছে ফরেন্সিকের রিপোর্টে। পলিগ্রাফ টেস্টের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এদিন। প্রত্যক্ষদর্শী না থাকায় টেকনিক্যাল সাপোর্ট নিতে হবে বলেও জোরাল সওয়াল করেন সরকার পক্ষের আইনজীবী।

Related Articles