Home সংবাদসিটি টকস Rahul Gandhi’s Yatra: বাংলা ছুঁয়ে বিহার শুরু হতে চলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যাত্রা

Rahul Gandhi’s Yatra: বাংলা ছুঁয়ে বিহার শুরু হতে চলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যাত্রা

by Web Desk
Rahul Gandhi's Yatra

Rahul Gandhi’s Yatra – যাত্রা শুরু করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

লোকসভা ভোটের দামামা বাজতে আর কিছুদিনের অপেক্ষা। আর তার আগেই নিজের যাত্রা শুরু করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সূত্রের খবর আগামী ১৪ জানুয়ারি, রবিবার উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফল থেকে পশ্চিম উপকূলের দিকে যাত্রা শুরু করবেন রাহুল।

জানা যাচ্ছে এ বার তাঁর যাত্রাপথে রয়েছে বাংলাও।বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে,বাংলায় মোট পাঁচ দিন থাকবেন রাহুল। পশ্চিমবঙ্গের সাতটি জেলার ৫২৩ কিলোমিটার পথ অতিক্রম করবে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। এই যাত্রায় ‘ইন্ডিয়া’ভুক্ত সব দলকে কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হবে বলেও জানা যাচ্ছে। রাহুল যাত্রার নেতৃত্ব দিলেও সব দলগুলিকে আমন্ত্রণ জানাবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

‘ইন্ডিয়া’ভুক্ত দলের মধ্যে রয়েছে বাংলার একাধিক শাসকদল । রয়েছে তৃণমূল রয়েছে সিপিএম-ও। প্রশ্ন হল, বাংলায় রাহুল গান্ধীর যাত্রায় আমন্ত্রণ পেলে কোন স্থানে থাকবে তৃণমূল কোন অবস্থানই বা নেবে সিপিএম?

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বৃহস্পতিবার বলেন, ‘‘এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর বিষয়। যদি আমন্ত্রণ আসে, সে ক্ষেত্রে দলের অবস্থান কী হবে, তা সর্বোচ্চ নেতৃত্বই ঠিক করবেন।’’ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের জানান, ‘‘আমাদের লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। কিন্তু সেই লড়াইয়ে আমরা কখনওই দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াব না।’’ কি বলতে চাইলেন সেলিম ? তার এই বক্তব্যে এটা পরিষ্কার যে, সিপিএম রাজ্য সম্পাদক বোঝাতে চেয়েছেন, কংগ্রেসের কর্মসূচিতে তৃণমূল গেলে তাঁদের দল সেখানে শামিল হবে না।

জানুয়ারির শেষে বাংলায় শুরু হতে পারে রাহুলের যাত্রা

সূত্রের খবর কংগ্রেসের সূচি অনুযায়ী মেঘালয় থেকে জানুয়ারির শেষে বাংলায় শুরু হতে পারে রাহুলের যাত্রা। তবে কোন সাত জেলা ছুঁয়ে রাহুল বিহারে প্রবেশ করবেন, তা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত স্পষ্ট হয়নি।

প্রদেশ কংগ্রেসের এক নেতা বলেন, মূলত উত্তরবঙ্গের জেলাগুলি হয়েই যাবে রাহুলের যাত্রা। যার মধ্যে অবশ্যই রয়েছে মালদহ এবং মুর্শিদাবাদ । তবে ‘ভারত জোড়ো যাত্রা’র সঙ্গে এ বারের রাহুল-যাত্রার মৌলিক ফারাক রয়েছে। তা হল, এ বার পুরো রাস্তা রাহুল হেঁটে যাবেন না। বেশির ভাগ রাস্তাই যাবেন গাড়িতে। তবে মাঝে মাঝে পদযাত্রা, সভা এবং মানুষের সঙ্গে মিলিত হওয়ার কর্মসূচি থাকবে। অরুণাচল-সহ ১৫টি রাজ্য ছুঁয়ে যাবে যাত্রা। ৬৬ দিনে অতিক্রম করবে ৬,৭০০ কিলোমিটার পথ।’’ সূত্রের খবর কন্টেনারেই রাত্রিবাস করবেন রাহুল। তবে ‘ভারত জোড়ো যাত্রা’র সময়ে যেমন প্রচুর সংখ্যক স্থায়ী পদযাত্রী ছিলেন, এ বার তা হবে না।

Related Articles

Leave a Comment