কলকাতা টুডে ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের তিনি বললেন,” আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী ছিল পার্থ চট্টোপাধ্যায় তাদের মধ্যে একজন।”
কুনাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বললেন,” পার্থ চট্টোপাধ্যায় যেন জেলে কোনো বাড়তি সুবিধে না পান অন্যান্যদের মতো বাজে ভাবে আমাকে জেল হেফাজতে রাখা হয়েছিল ঠিক সেই ভাবেই যেন পার্থ চট্টোপাধ্যায় কে জেলে রাখা হয়। পার্থকে সেলে রাখতে হবে। তাকে যেন জেলের হাসপাতালে না রাখা হয়।” তিনি সুর চরিয়ে আরও বলেন ,”যদি তাকে কোন বাড়তি সুবিধে দেওয়া হয় জেল কর্মীদের মধ্যে আমার অনেকে পরিচিত রয়েছেন তাদের কাছ থেকে আমি খবর পাবো এবং দলের পক্ষ থেকে বলছি না কুনাল ঘোষ হয়ে বলছি আমি তার প্রতিবাদ জানাব।”
কুনাল বললেন ,”আমি যখন বন্দী ছিলাম জ্বলে পুড়ে মরছি সে সময় আমার বিরুদ্ধে বলা হয়েছে আমি নাকি পাগল।”
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata