Home সংবাদসিটি টকস SSC-র পর এ বার টেট দুর্নীতিতেও নাম জড়াল Partha-র

SSC-র পর এ বার টেট দুর্নীতিতেও নাম জড়াল Partha-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:SSC-র পর এ বার টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। মিলেছে SSC-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও। পার্থর বাড়ির সিজার লিস্টের ১৫ নম্বরে উল্লেখ ইডি-র।

অন্যদিকে এদিন সকাল ১০টা থেকে, প্রায় চার ঘণ্টা ধরে পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদ ইডি-র। পার্থকে কিছু ক্ষণের বিরতি। অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্পিতার কাছ থেকে বেশ কিছু তথ্য মিলেছে বলে অভিযোগ।

পার্থর বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড। উল্লেখ্য এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, কোনও কমিটি তিনি নিয়ন্ত্রণ করতেন না। কমিটি কীভাবে কাজ করত, সে বিষয় তিনি জানতেন না। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একাধিক নথি উদ্ধারের পর ইডি আধিকারিকদের দাবি, এসএসসি, গ্রুপ-ডি ছাড়াও টেট দুর্নীতি মামলায় নাম জড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment